সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন
সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে বন্যার পানি দেখতে গিয়ে নৌকাডুবিতে পাঁচ ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের পাংখাস বিলে এ ঘটনা ঘটে।
আওনা ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা একটি ছোট নৌকায় করে বন্যার পানি দেখতে যায়। আনন্দ উল্লাস করতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা পাঁচ ছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। জীবিত অবস্থায় উদ্ধার তিন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য করুন