শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

অবশেষে চট্টগ্রামের সিএফ ও কোস্টাল বিভাগের ডিএফও সহ ২৩ বন কর্মকর্তার বদলী নিয়োগ

মেহেদী হাসান:
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪০ পাঠক পড়েছে

সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার ও উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মাওলাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করা হয়েছে। মেহাম্মদ আব্দুল আউয়ালকে যশোহর সামাজিক বনঞ্চলের বন সংরক্ষক এবং এস এম গোলাম মাওলাকে চট্টগ্রামস্থ ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এছাড়াও আরো ২১ কর্মকর্তাকে গতকাল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলে নিয়োগ করা হয়। তারা হলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনকে বাগেরহাট সামাজিক বন বিভাগে, ভোলা উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামকে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চারকে ভোলা উপকূলীয় বন বিভাগে, ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফকে বন অধিদপ্তরে, বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমানকে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগে, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞাকে নোয়াখালী উপকূলীয় বন বিভাগে, চট্টগ্রাম ফরেষ্ট্রি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আলীকে কুমিল্লা সামাজিক বন বিভাগ, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস কে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের চলতি দায়িত্বে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ন কবিরকে খাগড়াছড়ি বনবিভাগে, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বন অধিদপ্তরে, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমকে ঢাকা বন বিভাগে, বান্দরবান পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো সাইদুল ইসলাম কে ঢাকা সামাজিক বন বিভাগে, বন অধিদপ্তরের মোঃ মাহমুদুল হাসানকে বান্দরবান পাল্পউড বাগান বিভাগে, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান এর পরিচালক মাহবুব মোর্শেদকে বান্দরবান বন বিভাগে, ঢাকা সামাজিক বন বিভাগের ড. মোঃ জাহিদুর রহমান মিয়াকে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান এর পরিচালক, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো সারোয়ার আলমকে বান্দরবান দক্ষিণ বন বিভাগে, এছাড়াও রংপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ গোলাম রসুলকে বান্দরবান পাল্পউড বন বিভাগে, সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীনকে চট্টগ্রাম উত্তর বন বিভাগে, বন অধিদপ্তরের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আরিফুল হক বেলালকে লামা বনবিভাগে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান কে সুন্দরবন পশ্চিম বন বিভাগে, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনকে পাবনা সামাজিক বন বিভাগে বদলী নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য দৈনিক আজকের সংবাদ পত্রিকায় সম্প্রতি চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ, কক্সবাজার উত্তর বন বিভাগের অনিয়ম-দুর্নীতির বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হলে উচ্চপর্যায়ে তদন্ত হয়। তদন্তে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580