মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

আমাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে: এরদোয়ান

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৯ পাঠক পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রজাতন্ত্রের একশ বছর পূর্তিতে (২০২৩ সাল) চাঁদে রকেট পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। এর পাশাপাশি আগামী দশ বছরে মহাকাশে আরও শক্তিশালী অবস্থানের জানান দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি তার বক্তৃতায় বলেন, আমাদের পা থাকবে মাটিতে আর চোখ আকাশে।

মহাকাশ পরিকল্পনা ঘোষণায় এরদোয়ান বলেন, ‘আমাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে। আমাদের শিকড় থাকবে বিশ্বে, আমাদের ডালপালা থাকবে মহাকাশে।’ তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ২০২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্রের শততম বার্ষিকীর মধ্যে চাঁদে অবতরণ করা। আমি বিশ্বাস করি তুর্কি প্রকৌশলীরা এই মিশনটি পরিচালনা করতে সক্ষম হবেন।’

এরদোয়ান বলেন, ‘তুরস্কের প্রথম লক্ষ্য আন্তর্জাতিক সহযোগিতায় একটি মহাকাশবন্দর তৈরি করা। দ্বিতীয় লক্ষ্য হলো- একটি বৈশ্বিক ব্র্যান্ড তৈরি করা যা পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট বিকাশের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে।’ এছাড়া নিজ দেশের নাগরিকদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান এরদোয়ান। রকেট প্রযুক্তিতে নিজেদের পরিণত করার কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।’

২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সেসময় আর্থিক অনটন চলছিল। তারমধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং মেধা পাচার বন্ধ হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580