রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

আ.লীগের মন্ত্রী-এমপিরা কানেও কম শোনেন, চোখেও কম দেখেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৭৩ পাঠক পড়েছে

নিজের টিকা নেওয়ার বিষয়টি ব্যাখ্যা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাহেব আমাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘লজ্জা শরম ভেঙে প্রকাশ্যে টিকা নিচ্ছেন।’ আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা নিশিরাতের ভোট করে কানেও কম শোনেন, চোখেও কম দেখেন। না হলে কে কী বক্তব্য রাখছেন সেটা ভালো করে তারা শোনেন না।

তিনি বলেন, আমরা বলেছি অ্যাস্ট্রাজেনেকার যে টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট বানিয়েছে সেই টিকা নেব না। কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলেছে ওই টিকা ট্রায়াল বেসিসে বাংলাদেশে পাঠিয়েছে। অর্থাৎ আমাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করা হবে। সেজন্য আমি বলেছিলাম যে সেরামের টিকা নেব না। সেই মার্চের দিকে যে বক্তব্য দিয়েছিলাম সেটা মন্ত্রী ভালোভাবে শুনেননি। সেজন্য উল্টাপাল্টা কথা বলছেন। আমি এখন যে টিকা নিয়েছি সেটা মডার্নার টিকা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগর বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টার থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

‘গণটিকা দেখে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছে’- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এই বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা জ্ঞান হারিয়ে হাসপাতালে গেছেন এটা কি দেখাতে পারবেন? বরং আপনারা গণটিকার নামে যে অব্যবস্থাপনা তৈরি করেছেন, হাজারো মানুষ লাইনে দাড়িয়ে টিকা পাচ্ছেন না। আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এসএমএস পাচ্ছেন না। এসব আড়াল করতেই বিরোধী দলকে টার্গেট করছেন।

রিজভী বলেন, প্রকৃতপক্ষে মানুষকে টিকা দিতে না পেরে বিরোধী দলকে দোষারোপ করে সরকার পার পেতে চাচ্ছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অনিয়ম ঢাকতেই হাছান মাহমুদ সাহেবরা এসব কথা বলছেন। তাদের কথার মধ্যে দিয়েই এটা প্রমাণিত হয়। দেশব্যাপী গণটিকার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা তারা পারেননি। তারা আমলা নির্ভর হয়ে পড়েছেন। সেজন্য করোনার সহযোগিতা দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছেন না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মফস্বলে যারা করোনায় আক্রান্ত তারা ওষুধ, সুরক্ষা সামগ্রী কিছুই পাচ্ছেন না। হাসপাতালে কোনো চিকিৎসা পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না। একটা বিপন্ন অবস্থা। হাছান মাহমুদ সাহেবরা এসব এড়িয়ে যাওয়ার জন্য বিরোধী দলকে টার্গেট করেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারির মধ্যে গাজীপুর মহানগর বিএনপি আর্তমানবতার সেবায় যে উদ্যোগ গ্রহণ করেছে এজন্য অবশ্যই ধন্যবাদের যোগ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিভিন্ন স্থানে করোনার হেল্প সেন্টার থেকে ওষুধসহ চিকিৎসা সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গাজীপুর মহানগর এ উদ্যোগ গ্রহণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যে আয়োজন করেছেন, চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে মানুষের মাঝে বিতরণ করছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শওকত হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মো. হান্নান মিয়া হানু, আব্দুস সালাম, জয়নাল আবেদীন তালুকদার, সরকার জাভেদ আহমদ সুমন, রাশেদুল ইসলাম কিরন, সদস্য মো. আব্দুর রহিম খান, মো. রবিউল আলম, সাজ্জাদুর রহমান, শাহাদাত হোসেন শাহিন, অ্যাডভোকেট মনির হোসেন, আব্দুর রহিম মাতবর প্রমুখ।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580