বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

এবার পুজায় স্নেহার চার গান

আহমেদ সাব্বির রোমিও
  • প্রকাশিত সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫০৪ পাঠক পড়েছে
শিশু শিল্পী স্নেহা দাস অর্পিতার গাওয়া চারটি গান মুক্তি পাবে উৎস প্রোডাকশন্স এর নিজস্ব অফিসিয়াল ইউ টিউব চ্যানেলে । নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহার সঙ্গীতের হাতেখড়ি মা শিপ্রা দাসের হাতে মাত্র চার বছর বয়সে । এর পরে একে একে তালিম নিয়েছে সঙ্গীত শিক্ষক অভিজিত দেব, নিরঞ্জন চক্রবর্তী নিকট থেকে ।
বাবা অজিত দাস একজন সরকারী কর্মকর্তা হলেও অত্যান্ত সাংস্কৃতিক মনা মানুষ । বাবার উৎসাহে সঙ্গীত চর্চায় নিজেকে বেগবান করেছে শিশু সঙ্গীতশিল্পী স্নেহা। বর্তমানে স্নেহা উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে তালিম নিচ্ছে, সরকারী সঙ্গীত শিক্ষা কলেজের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের প্রভাষক সাইফুল তানকারের নিকট থেকে । স্নেহা জানায়, আসছে, পুজার তার গাওয়া চারটি গান মুক্তি পেতে যাচ্ছে , যে গান গুলির মাঝে একটি মৌলিক , একটি পুজার আগমনী সঙ্গীত এবং অপর দুটি আধুনিক গানের কভার সং ।
মৌলিক গানটি লিখেছেন রানা ইব্রাহীম । সুর করেছেন অনিম খান । সব গুলো গানই কম্পোজ করেছেন অনিম খান । মুলত এখন স্নেহার একটাই স্বপ্ন, সেটা হলো একজন আদর্শ সঙ্গীত শিল্পী হবার ।সেকারনেই লেখাপড়ার পাশাপাশি পুরটা সময় পার করছে সঙ্গীত চর্চার পিছনে ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580