গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ৮ হাজার ৮৬৯ জন। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৫ জন নারী।
এ সংখ্যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এসময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৬৭৪ জন। এনিয়ে মোট আক্রান্ত ৫ লক্ষ ৯১ হাজার ৮০৬ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষাকরা হয়। যার মধ্যে শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ।