সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :

করোনা প্রতিরোধে গ্রাম পর্যায়ে মনিটরিং বাড়াতে হবে : ইকবালুর রহিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৯৪ পাঠক পড়েছে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়।

সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ এ কথা বলেন।

সবার সহযোগিতায় করোনাভাইরাস নিমুর্ল করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি এখন গ্রাম পর্যায়েও বৃদ্ধি পাচ্ছে। সেখানেও আমাদেরকে মনিটরিং জোরদার করতে হবে। গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে আমরা আরো সফলতা পাবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। তারই দুরদর্শী নেতৃত্বে আজ করোনার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সভার সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার এবং সঞ্চালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।

সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর সদরের অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, সমাজ সেবা অফিসার আসাদুজ্জামান, সুন্দরবন ইউনিয়ন চেয়ারম্যান অসোক কুমার রায়, শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম, আস্করপুর চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কমলপুর চেয়ারম্যান জুয়েলসহ অন্যান্য অফিসারগণ।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580