আরও একটি আইসিসি বিশ্বকাপের ফাইনাল, আবারও নিউজিল্যান্ডের একটি স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের ফাইনালে হারটাই যেন কিউইদের নিয়তি। নয়তো ৬ বছরের মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাকে আর কী বলা যায়! রবিবার (১৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ততম আসরটির বৈশ্বিক শিরোপা জিতলো অজিরা। এদিন, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই কিউই ব্যাটারদের চেপে ধরেন অস্ট্রেলিয়ার বোলাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন কেন উইলিয়ামসন। তার ঝড়ো ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে কিউইদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া মার্টিন গাপটিল ২৮, গ্লেন ফিলিপস ১৮ ও জেমি নিশাম ১৩ রানে অপরাজিত থাকেন। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জস হ্যাজলউড। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। অন্য উইকেটটি নেন অ্যাডাম জাম্পা। তবে সবচেয়ে খরুচে ছিলেন মিচেল স্টার্ক। তিনি ৪ ওভারে ৬০ রান খরচ করেছেন। নিশ্চিতভাবেই এই স্পেলটি ভুলে যেতে চাইবেন এই পেসার।