শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

কীটনাশক এর ক্ষতিকর প্রভাব ও প্রতিকারের বিষয়ে সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৩১৭ পাঠক পড়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াফ এবং পিওর আর্থ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে পরিবেশ দূষণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে গত ৫ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা বাগান দূর্গা মান্ডবে কীটনাশক দূষণ ও এর প্রতিকার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলা চা বাগানের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: শেখ মিছবাহ উদ্দিন, ইভিএ প্রজেক্ট, পরিবেশ অধিদপ্তর, কুলাউড়া রিজিওনাল ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াফ এর নির্বাহী পরিচালক মো: আব্দুল মালিক। এসময় বক্তারা বলেন যে, অসচেতনভাবে কৃষিকাজে কীটনাশক ব্যবহারের কারনে প্রতিনিয়ত পানি, বায়ু ও ভূমি দূষিত হচ্ছে। এর ফলে সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক উপাদান মানবদেহে ঢুকে পড়ছে ।

অনেক মানুষ কিডনী, পরিপাকতন্ত্র ও চোখের নানা সমস্যা, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, এমনি ক্যান্সারের শিকার হচ্ছে। বক্তারা আরও বলেন যে চা বাগান শ্রমিকদের সচেতনতার অভাবে, এবং কীটনাশক ব্যবহারের সময় সুরক্ষামূলক পিপিই না থাকায় বা শ্রমিকরা ব্যবহার না করার কারনে তারা নিজেরা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও স্বাস্থ্য ঝুঁকিতে আছে, পাশাপাশি চা বাগানের পরিবেশ মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে কীটনাশক দূষণ ও এর প্রতিকার বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিওর আর্থ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জায়ন রাব্বি সমাদ্দার।

এছাড়া অনুষ্ঠানে কীটনাশকের অনিরাপদ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে স্থানীয় নাট্যকর্মীদের মঞ্চায়িত সচেতনতামূলক নাটকের ভিডিও এবং পরিবেশবান্ধব বন্ধু চুলার উপকারিতা নিয়ে নির্মিতপ্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বাগান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি (সমগ্র বাংলাদেশ) লংলা চা বাগানের হেড টিলাক্লার্ক দেলোয়ার হোসেন, বাংলাদেশ চা বাগান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (সমগ্র বাংলাদেশ) অঞ্জন গোষ্মামী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন লংল ভ্যালির সাধারণ সম্পাদক সঞ্জু গোষ্মামী, লংলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গৌরাঙ্গঁ বাক্তি ও সাধারণ সম্পাদক লক্ষী নারায়ন যাদব, ৯ নং টিলাগাঁও ইউনিয়নের সদস্য হিরামন রবিদাস, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাকিল রশিদ চৌধুরী, সাংবাদিক সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চা শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক, পরিবেশ বান্ধব বন্ধুচুলা স্থাপনকারী বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের কর্মকর্তা এবং পিওর আর্থ বাংলাদেশ ও ওয়াফ কর্মকর্তাগণ।

এ বিষয়ে ৬ অক্টোবর তারাপাশা চা বাগান নতুন লাইন দুর্গা মান্ডবেও “কীটনাশক দূষণ ও এর প্রতিকার” শীর্ষক আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে ওয়াফ এর নির্বাহী পরিচালক মো: আব্দুল মালিক নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, পিওর আর্থ বাংলাদেশ এবং ওয়াফ চা-বাগান শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য গত ৯ সেপ্টেম্বর লংলা ও তারাপাশা চা বাগানের ৩০ জন কীটনাশক স্প্রে-কারীকে ৩০টি পিপিই বিতরণ করে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580