মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :

গণআন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২১৮ পাঠক পড়েছে

দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে জানিয়ে তিনি বলেন, একটা মিথ্যা মামলা সাজিয়ে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এর কারণ একটাই- খালেদা জিয়াকে বাইরে রাখা যাবে না। উনি যদি বাইরে থাকেন তার মধ্যে জনগণের যে ভালোবাসা আছে, মানুষকে জাগিয়ে তুলবার তার মধ্যে যে ক্ষমতা আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার-সেই লড়াইটাকে তারা (সরকার) ভয় পায়।

খালেদা জিয়া সত্যিকার অর্থেই গুরুতর অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ডাক্তাররা বলেছেন, খালেদা জিয়ার বাইরে যাওয়া খুব প্রয়োজন। কেন? কারণ এখানে সেই চিকিৎসাটা নেই, যে চিকিৎসা দিলে তিনি সুস্থ হবেন। কিন্তু তারা (সরকার) দিচ্ছে না, করতে দিতে চাচ্ছে না। এখন পর্যন্ত তারা এদিকে কর্ণপাতও করছে না। উল্টো তারা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বহু কথাবার্তা বলছেন।

তিনি বলেন, আমি মনে করি, খালেদা জিয়ার সুচিকিৎসা শুধু কথায় হবে না, আমরা যে অব্যাহত আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের গতি-প্রকৃতিকে আরো কঠোর করতে হবে। আরো দুর্বার করতে হবে। আর দুর্বার গণআন্দোলনের মধ্যে দিয়ে আমরা তাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাতে পারবো। তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, যদি আন্দোলনটা সফল করতে চান তাহলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে, সংগঠনকে শক্তিশালী করা।

তিনি বলেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কিন্তু এখন একটা দানবে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না। দেশ চালায় আমলা এবং গণতন্ত্রের বাইরে তারা দেশ পরিচালনা করছে।

আমরা একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি মন্তব্য করে ফখরুল বলেন, এই সংকটটা শুধু বিএনপি, কৃষক দল এবং খালেদা জিয়া না- এই সংকট সমগ্র জাতির। এমন একটা অগ্রহণযোগ্য একটা সরকার আজ ক্ষমতা দখল করে আছে, যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের অধিকারগুলোকে ধ্বংস করে দিয়ে সত্যিকার অর্থে আমাদের একটা বন্দি জাতিতে পরিণত করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580