গাইবান্ধা সদর উপজেলায় নৈশকোচ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার সকালে সদর উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালী ইউনিয়নের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা এলাকার দুলাল চন্দ্র ও শিমুলতাইর গ্রামের রাজু মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সাঘাটাগামী আলমদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় পর ঘটনাস্থলেই মারা যান দুলাল চন্দ্র। আহত তিনজনকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তিনজনকে রমেকে নেওয়ার পথে মৃত্যু হয় রাজু মিয়ার। বাকি দুজনকে রমেকে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, ঘটনার পর ঘাতক বাসটি আটক করা গেলেও পালিয়ে যায় চালক ও হেলপার।