শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় একজন নিহত

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২২৩ পাঠক পড়েছে

বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মৌজে আলী মৃধা (৬৫)। তাঁর বাড়ি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে।

বরিশালের রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যায়। বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন স্থানীয়দের মধ্যে এই বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়। ঘটনাটি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ককটেলের আঘাতে মৌজা আলী মৃধা আহত হন। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন।

গুরুতর অবস্থায় তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণ করেন।

গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রব হাওলাদার বলেন, ‘ভোটকেন্দ্রেরে বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে মৌজা আলী মৃধার লাশ থানায় আনা হয়েছে।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580