কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ঘুষের ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ জান্নাতুন আক্তার মুন্নী (৪২) নামে এক অফিস সহকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
দৌলতপুরের সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ বলেন, ওই টাকা দলিলের ফি হিসেবে তোলা হয়েছিল। দলিল রেজিস্ট্রির সময় কিছু টাকা ফি হিসেবে নগদ তোলারও বিধান আছে। বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি করতে ফি হিসেবে এসব টাকা তোলা হয়। যার হিসাব দুদকের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। কিন্তু তারা কোন ভাবেই এ হিসাব মানতে রাজি হননি। তাই অফিস সহকারীকে আটক করেছে। আমরা এ বিষয়টি আদালতে আইনগতভাবে মোকাবেলা করবো। কুষ্টিয়া সদর ও দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মচারী ও দলিল লেখকদের মাধ্যমে সেবা গ্রহিতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।