রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

চকরিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী বিতরণ

সুনিপ দাশ সৌরভ, চকরিয়া
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৫৮ পাঠক পড়েছে

করোনা প্রকটবৃদ্ধি কারণ বশত গৃহবন্দী সাধারণ মানুষ। সরকারের কঠোর লকডাউন ঘোষণা বাস্তবায়নের মাঠে ছিল সর্বক্ষণ চকরিয়া উপজেলা প্রসাশন, অধিকাংশ সাধারণ মানুষ ছিল কর্মহীন, এমনত অবস্থায় কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রসাশন কার্যলয়ে ১৩ জুলাই দুপুরে নিম্ন এবং মধ্যেম আয়ের প্রায় ৫০০ শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর খাদ্য সহায়তা সাধারন মানুষের হাতে তুলে দেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। খাদ্যসহায়তা বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ দিদারুল আলম, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ে কর্মরত সৈয়দ আকবর,উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত পিএস চকরিয়া পৌরসভার ছাত্রনেতা সাজ্জাদ হোসেন ,

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধ তথা লকডাউন চলাকালে কর্মহারা ইজিবাইক (টমটম), রিক্সা, ভ্যানচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধী, পত্রিকা বিক্রেতা হকার, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কার্যক্রম চলে আসছিল। ইতোধ্যে কয়েক দফায় দুই হাজার পরিবারকে দেওয়া হয়েছে খাদ্যসহায়তা। সর্বশেষ মঙ্গলবার দুপুরে পাঁচ শতাধিক কর্মহীন মানুষকে এই খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580