শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন।
মঙ্গলবার বিকেলে আজিমপুরে ইডেন মহিলা কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। ২৭ সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বৈঠক করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। যাদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
অধিকাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদেরকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।