শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

জিয়ার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩২৫ পাঠক পড়েছে

দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ১৫ দিনের কেন্দ্রীয় আয়োজন সম্পর্কে অবহিত করে দলটি।

রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, “আগামী ২৯ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১২ জুন পর্যন্ত। কর্মসূচির মধ্যে আছে— ২৯ মে বিকেল সাড়ে ৩টায় ভার্চ্যুয়াল আলোচনা সভা, ৩০ মে ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ পরিধান, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, ৩১ মে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী।”

আরও বলেন, “৩০ ও ৩১ মে রাজধানীর ৮০টি স্থানে দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। এ ছাড়া জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপরে ১ জুন স্বেচ্ছাসেবক দল, ২ জুন ছাত্রদল, ৩ জুন যুবদল, ৫ জুন মৎস্যজীবী দল, ৬ জুন শ্রমিক দল, ৭ জুন জাসাস, ৮ জুন তাঁতি দলের উদ্যোগে আলোচনা সভা, ৪ জুন মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ৯ জুন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ জিয়ার ওপর প্রকাশিত বই প্রদর্শনীর কর্মসূচি রয়েছে।”

সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী এই কর্মসূচি বিএনপি গ্রহণ করেছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, “১ থেকে ১২ জুন পর্যন্ত সারা দেশে জেলা ও মহানগরীতে ইউনিটের উদ্যোগে আলোচনা সভা হবে। এ সব আলোচনা সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সরাসরি অথবা ভার্চ্যুয়ালি অংশ নেবেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পোস্টার প্রকাশ করেছে বিএনপি। ৩০ মে বিভিন্ন সংবাদপত্র ক্রোড়পত্র প্রকাশিত করবে।”

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনার হাতে নিহত হন জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও উত্তরের সাধারণ সম্পাদক আবদুল আলিম নকী প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580