বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল দশটায় সিলেট হযরত শাহজালাল (র:) এর দরবার শরীফের বঙ্গবীর ওসমানীর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেল ৪টায় বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ প্রতিনিধি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আহসান এলাহি এছাড়া আলোচনায় অংশ নেন উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. মো: আবু তারিক, মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী (অব:), এ.এফ.এম ইয়াহিয়া চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শামছুল ইসলাম, আলহাজ্ব মোসলেম উদ্দিন ভূঁইয়া, মো: আফাজুল হক ও মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। আলোচকগণ মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোকপাত করেন। পরিশেষে এক দোয়ার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি