গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন করে ২৮৮ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ঢাকায় ২৩২ জন। আর রাজধানীর বাইরে ৫৬ জন।
এছাড়া দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৫৬ জন। এরমধ্যে রাজধানীর ৪১ টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৭ জন। অন্যান্য বিভাগে ১৮৯ জন।
জানুয়ারি থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন। গত ৯ মাসে ১৪ হাজার ৫০৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এরমধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ১৯৬ জন।