বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা। তিনি ঢাকায় এসেছেন। এক ব্যবসায়ীর সন্তানের গায়ে হলুদের অনুষ্ঠানে পারফর্ম করতেই তার এই সফর।
রোববার (২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। তাতে পারফর্ম করেন বাদশা। এ অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, জাজমকপূর্ণ মঞ্চে পারফর্ম করছেন বাদশা। তার গানে মেতে উঠেছেন আগত অতিথিরা।
এক ঘণ্টার বেশি সময় অতিথিদের গান শুনিয়েছেন বাদশা। সানোয়ার চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি গায়ে হলুদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাদশার পারফর্ম তিনি ফেসবুকে লাইভ করেন। সানোয়ার জানান, গতকাল রাতে লুবনা-মাহিনের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান ছিল। তাতে অংশ নেন ভারতীয় র্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। ঢাকায় গায়ে হলুদের অনুষ্ঠানটি হয়েছে বলেও জানান তিনি।