বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকা-জলপাইগুড়ি রুটে ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৭৩ পাঠক পড়েছে

ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন যোগাযোগ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ট্রেনটি যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ‘মিতালী এক্সপ্রেস’। ভারতের আপত্তি না থাকলে এ নামই চূড়ান্ত হবে।

গত রোববার রেলওয়ের পক্ষ থেকে নতুন ট্রেনের প্রস্তাবিত এ নাম জানানো হয়। ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে।

অন্যদিকে ভারত থেকে রোববার ও বুধবার ট্রেনটি যাত্রার প্রস্তাব করা হয়েছে। এ ট্রেন পথে কোনো স্টেশনে দাঁড়াবে না।

বর্তমানে দুই দেশের মধ্যে ‘ঢাকা-কলকাতা’ রুটে ‘মৈত্রী’ এবং ‘কলকাতা-খুলনা’ রুটে ‘বন্ধন’ নামে দুটি ট্রেন চলছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580