গত ১১ আগস্ট বুধবার দৈনিক দর্পণ প্রতিদিনে সম্পাদক-প্রকাশক মো. সাজেদুর রহমান চৌধুরীর নামে ‘করোনার সময়েও বিভ্রান্ত ছদ্মবেশীরা জঙ্গিবাদ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে করোনাকালীন সময়ে মুসলিম জঙ্গি ও মৌলবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তাদের নিজ উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন ভিডিও ছড়াচ্ছে। কিন্তু উক্ত জঙ্গিগোষ্ঠী ও ভণ্ড ইসলামী বক্তাদের বিরুদ্ধে সজাগ হওয়ার জন্য এই প্রতিবেদন ছাপানোর পরে ১২ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সম্পাদকের বাসায় অজ্ঞাতনামা ৩ জন মৌলবাদী সন্ত্রাসী সম্পাদক ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় এই প্রতিবেদন ছাপানোর কারণে। এমনকি এই প্রতিবেদন ‘দর্পণ প্রতিদিন’ অনলাইন ও ‘দৈনিক দর্পণ প্রতিদিন’ থেকে মুছে ফেলা এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করলে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। সম্পাদক-প্রকাশক নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে গেন্ডারিয়া থানায় একটি জিডি করেন। জিডি নং-৫৬৯, তারিখ-১৩-০৮-২০২১ইং