বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশের দুরাবস্থা থেকে পরিত্রানের একমাত্র উপায় জাতীয় ঐক্য

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৪৫৭ পাঠক পড়েছে

দেশের দুরাবস্থা থেকে পরিত্রানের একমাত্র উপায় জাতীয় ঐক্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বও চন্দ্র রায়। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দলের সকল অসুস্থ্য নেতাদের সুস্থ্যতা কামনায় স্বাধীনতা ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, দেশের স্বাস্থ্যখাত এখন ভেন্টিলেশনে। সরকারও কিন্তু ভেন্টিলেশনের খুব একটা বাইরে না। ভেন্টিলেশনের যে একটা পাইপ থাকে, সেই পাইপটা খোলার লোক নেই। এটা খুললে কিন্তু যারা লাইফ সাপোর্টে থাকে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘোষণা হয়। বর্তমান সরকারে অবস্থা তাই মনে হয়। জনগণের সমর্থনহীন সরকার লাইফ সাপোর্র্ েথাকা ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নেই। গয়েশ্বর বলেন, আমি আশা করবো আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে মূল লক্ষ্য জনগণকে মুক্ত করা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580