বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :

দেশে করোনায় ১৬৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২১৬ পাঠক পড়েছে

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের এবং মোট করোনা শনাক্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশর উপরে। এর মধ্যে জুলাইয়ের প্রথম দিন করোনায় রেকর্ড ১৪৩ জন মারা যান। গতকাল করোনায় ১৫৩ জনের মৃত্যু হয় এবং আজ করোনায় মারা গেলেন ১৬৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580