র্যাবের হেফাজত থেকে পরীমণিকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও আলোচিত অভিনেত্রী পরিমণি এবং তার সহযোগী রাজসহ তিনজনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র্যাব ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম বিপু এবং প্রযোজক রাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর মধ্যে পরীমণির বিরুদ্ধে একটি ও তার সহযোগীদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হবে।