লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫৫) ও যাদু ইসলাম (৩৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহা সড়কের বুড়িমারী ঘুন্টি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী ওই উপজেলার উফারমারা গ্রামের রহমতপাড়ার মফিজ উদ্দিনের পুত্র ও যাদু ইসলাম একই এলাকার নজরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আকবর আলী ও যাদু ইসলাম দুই জনে ভ্যান যোগে মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আকবর আলীর মৃত্যু হয়। স্থানীয়রা এ সময় যাদু ইসলামসহ আরো দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যাদু ইসলামের মৃত্যু ঘটে।
আহত অপরজনকে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।