শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টার প্রস্তুত বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেছেন, এবারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো উদ্ভুত পরিস্থিতিরতে নাশকতা ও হামলা মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে র্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার।
সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাদি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, যেকোনো উদ্ভুত পরিস্থিতির জন্য র্যাব ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।