আজ রোববার চেকগহণ করেন এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেনের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। রবিবার (২২ আগস্ট) এ চেক হস্তান্তর হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডা. জুলফিকার আলী এবং কার্ডিয়াক সার্জারির সহযোগী অধ্যাপক ডা.আশরাফুল হক সিয়াম। তিন কোটি ২৯ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ কালে পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।তিনি আরো বলেন, যাতে প্রকৃত অসহায় রোগীরা এর সুবিধা ভোগ করতে পারে আমরা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো।