অনেকটাই বলিউড সিনেমা ভির-জারার গল্পের মতো। কিন্তু বাস্তব জীবনেও যে এমন ঘটনা ঘটতে পারে, সেটাই যেন প্রমাণ করে দিলেন এক যুবক-যুবতী। জয়কান্ত নামের ভারতীয় এক যুবক প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তার প্রেমিকা পরিণীতিকে বিয়ে করেন। পরে ভারতে ঢোকার সময় সস্ত্রীক গ্রেপ্তার হন তিনি। খবর এই সময়ের।
শনিবার সন্ধ্যায় নদিয়া জেলার মধুপুরে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পড়েন তারা। তাদের বিরুদ্ধে সীমানা পেরনোর অভিযোগ ওঠে। জানা গেছে, সীমান্তের রাস্তায় হঠাৎ ওই দুজনকে দেখতে পায় বিএসএফ-র সদস্যরা। তাদের পরিচয় জিজ্ঞাসা করা হলে যুবক জানায় সে ভারতীয়। তবে যুবতী কোনও সদুত্তর দিতে পারেনি।
সন্দেহভাজন মনে হওয়ায় তাদের গ্রেপ্তার করে বিএসএফ। আটককৃতদের নাম জয়কান্ত চন্দ্র রায় এবং পরিণীতি (নাম পরিবর্তিত)। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়। জানা যায়, যুবকের বয়স ২৪ বছর। আর যুবতী ১৮ বছর বয়সে পা দিয়েছে।
জিজ্ঞাসাবাদের মুখে তারা জানায় যে, তারা দুজনই স্বামী-স্ত্রী। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। জয়কান্ত জানায়, পরিণীতাকে বিয়ে করার জন্য সে তারকনগরের অপু নামে এক দালালের সাহায্যে চলতি বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রবেশ করেছিল। গত ১০ মার্চ তারা সাতপাকে বাঁধা পড়ে। গত ২৫ জুন (শুক্রবার) পর্যন্ত সে বাংলাদেশেই ছিল।
অন্যদিকে পরিণীতিও জানায়, সে বাংলাদেশের বাসিন্দা এবং স্বামীর সঙ্গে ভারতে এসেছে। বেআইনিভাবে সীমান্ত পেরোনোর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয় তাদের। এই দম্পতির দাবি, এজন্য তারা রাজু মন্ডল নামে এক বাংলাদেশি দালালকে ১০ হাজার টাকা দিয়েছে।