ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের তালমা এলাকায় মাহেন্দ্র-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমিনুর রহমান জানান, জেলার নগরকান্দা উপজেলার তালমা ডেইরি ফার্মের সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।
তিনি জানান, আহতদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে
নিহত দুইজনের মধ্যে একজনের নাম কামরুল, অপরজনের নাম এবং পরিচয় পাওয়া যায়নি।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।