ময়মনসিংহে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকার আবুল হোসেনের ছেলে সুজন ও সুরুজ আলীর ছেলে সুমন। সুজন একই এলাকার ভাঙারি ব্যবসায়ী ও সুমন তার দোকানের কর্মচারী।
নিহত সুমনের চাচা তোফাজ্জল হোসেন বলেন, রাতে সুমনকে নিয়ে নিজের মোটরসাইকেলে বাইপাস এলাকায় একটি ভাঙারি দোকানে পাওনা টাকা আনতে যাচ্ছিলেন সুজন। কিন্তু পথেই তারা লাশ হলেন।
ময়মনসিংহের এডিশনাল এসপি (সদর সার্কেল) মো. আলাউদ্দিন বলেন, রাতে সড়ক ফাঁকা পেয়ে দ্রুতগতিতে কিছুটা হেলেদুলে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুজন। মোটরসাইকেলের পেছনেই ছিল দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক। সুজন সামনে হঠাৎ একটি অটোরিকশা দেখে দ্রুত থামালে ট্রাকটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।