চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী গত মঙ্গলবার কুমিরা রেঞ্জাধীন ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এ Sustainable Forests and Livelihoods (SUFAL) Project সুফল প্রকল্পের আওতায় নির্মানাধীন অফিস কার্যালয়ের দোতলা ভবনের কাজ পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন সহকারী বন সংরক্ষক, সদর মো: জয়নাল আবেদীন, ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো: শাহানশাহ নওশাদ ও স্টাফবৃন্দ। এ সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী দ্রুত কাজ চলমান রাখাসহ কাজের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বক্ষনিক কাজ তদারকি করার নির্দেশ প্রদান করেন।