সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ায় স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৩০ পাঠক পড়েছে

বগুড়ার শেরপুরে স্ত্রী-ছেলেকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার  বেলা ১১টায় শেরপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে ।

জানাগেছে, খন্দকার পাড়ার নজরুল ইসলাম গত ৪ বছর আগে বরিশালে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী শাহানাজকে কোন খরচ না দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। শনিবার সকাল ৯টায় বাড়িতে এসে ছেলে নোমান, ছেলের বউ মুক্তা ও মা শাহানাজ খাতুনকে বেধড়ক মারপিট ও বাড়িঘর ভাঙচুর করে বের করে দেওয়ার চেষ্টা করে। এসময় তারা জীবন রক্ষার্থে ৯৯৯ ফোন করলে শেরপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নজরুল ইসলাম আবারও বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী-ছেলে পুত্রবধূকে হত্যার উদ্দেশ্যে বাড়ির গেট বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী বাইরে থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছেলে নোমান জানান, আমাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা বন্ধ করে দিয়ে বাবা নজরুল আগুন লাগিয়ে দেয়। শাহানাজ খাতুন জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা বাড়ি থেকে বাহির হয়ে না যাওয়ায় আমাদেরকে হত্যার উদ্দেশ্যে বাহির থেকে দরজা বন্ধ করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান , ৯৯৯ থেকে একটি ফোন পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার আগুন লাগিয়ে দিয়েছে এমন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580