মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পাশাপাশি আস্থাও অর্জন করেছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৭১ পাঠক পড়েছে

জনবান্ধব পুলিশের যেই স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখতেন বাংলাদেশের পুলিশ সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর প্রত্যাশিত পুলিশ হওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে পুলিশের উদ্যোগে গৃহহীনদের গৃহ হস্তান্তর ও প্রতিটি থানায় নারী-শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রবিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে দেশে একজনও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই লক্ষ্য পূরণে সরকার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্প গ্রহণ করে।’ ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশও প্রতিটি থানায় গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্প গ্রহণ করেছিল। এ প্রকল্পের আওতায় ৫১৯টি থানায় ৫২০টি বাড়ি নির্মাণ করা হয়েছে।’

থানায় নারী-শিশুদের জন্য সার্ভিস ডেস্ক চালুর বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, মুজিববর্ষকে কেন্দ্র করে জনগণের কল্যাণের জন্য পুলিশ এ মহতী উদ্যোগ নিয়েছিল। পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সার্ভিস ডেস্ক স্থাপন সম্পন্ন করেছে। ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের (উপ-পরিদর্শক) নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ডেস্ক কর্মকর্তা থানায় আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।

বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত যে আত্মমর্যাদাশীল সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২০ সালের জানুয়ারি থেকে সার্ভিস ডেস্ক পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ জন শিশু, ১ লাখ ৩৮ হাজার ৩২৫ জন পুরুষ এবং ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধী ব্যক্তি অর্থাৎ মোট ৩ লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে সেবা দেওয়া হয়েছে।

রাজারবাগে মূল অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স, রংপুরের পীরগঞ্জ থানা ও মাগুরা সদর থানা সরাসরি যুক্ত ছিল। এছাড়া সব পুলিশ লাইন্স ও থানার সদস্যরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580