ভোলার সদর উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের জেলা সদর উপজেলার ঘুইংগারহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুল ইসলাম, মো. মিরাজ হোসেন ও মো. সোহাগ।
এদিকে দোষী বাসচালকের বিচার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ভোলা থানার ওসি এনায়েত হোসেনসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পড়ে থাকা মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করে পুলিশ।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল। অপরদিকে ইজিবাইকটি ৮ জন যাত্রী নিয়ে ভোলায় আসছিল।