বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :

মুক্তি পেয়েছেন খায়রুজ্জামান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ পাঠক পড়েছে

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান মুক্তি পেয়েছেন। গত সপ্তাহে গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান মুক্তির বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন এবং তার আইনজীবীরা তাকে বাড়িতে নিয়ে এসেছেন।

খায়রুজ্জামানের মুক্তিতে যারা সাহযোগিতা করেছেন, তাদের ও মালয়েশিয়ার কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন রিটা রহমান।খায়রুজ্জামানের আইনজীবী এনজিও চাউ ইং বলেন, তার মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত বাধা হয়নি। তিনি এখন একজন মুক্ত মানুষ।

৭০ বছর বয়সী খায়রুজ্জামান বলেন, আমাকে মুক্তির কথা বলা হলে আমি অভিভূত হয়েছিলাম।  আমাকে মুক্তি দেওয়ার জন্য আদালত, আইনজীবী এবং মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ। এর আগে স্থানীয় সময় গত বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এ হাইকমিশনার।

মোহাম্মদ খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে ওই মামলা থেকে তিনি খালাস পান।  ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580