বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মুরাদনগরে যুবদলের সদস্য সংগ্রহ পন্ড

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ পাঠক পড়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আ’লীগের সন্ত্রাসীদের বাধার মুখে যুবদলের সদস্য সংগ্রহ কার্যক্রম পন্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার উপজেলা যুবদলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে। মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ জানান, উপজেলা যুবদলের ইউনিয়ন কমিটি করার লক্ষ্যে অন্দিকোট, পূর্বধৈইর পূর্ব, পূর্বধৈইর পশ্চিম ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়ে যুবদলের সদস্য সংগ্রহ কার্যক্রম পূর্বে নির্ধারিত ছিল।

সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন ও বাঙ্গরা বাজার ছাত্রলীদের সভাপতি শেখ আবুল কাষেমের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগের ৩০ থেকে ৪০ জনের ক্যাডার বাহীনি বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ময়নল হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদের বাড়িতে হামলা চালায় এবং দিনব্যাপী দেশীয় অশ্রসহ লাঠি-শুটা নিয়ে বিভিন্ন এলায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় আতঙ্ক তৈরী করে।

তিনি আরো বলেন, পূর্বে নির্ধারিত এই কর্মসূচিতে অংশ নিতে আশা নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নিলেও পুলিশ ও আ’লীগের সন্ত্রাসীদের ভয়ে আমাদের সদস্য কার্যক্রম করা সম্ভব হয়নি। এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন বলেন, সরকার কতটা বিএনপিকে ভয় পায়? ঘরোয়া সভাও বন্ধ করে আ’লীগের সন্ত্রাসীরা। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580