সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :

মুরাদ হাসান ফেরার খবরে বিমানবন্দরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ পাঠক পড়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য ডা. মুরাদ হাসান দেশে ফেরার খবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. মুরাদ বিরোধী স্লোগান দিয়েছেন সাধারণ জনতা।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার পর বিমানবন্দরের সামনে ফুটপাতে ১০ থেকে ১৫ জন ব্যক্তি জড়ো হয়ে তারা ডা. মুরাদ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

বিমান বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় এদিন বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

এসময় বিক্ষোভকারীরা নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্য দিয়ে সমালোচিত ডা. মুরাদ দেশে ফিরলে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, মুরাদ হাসান আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে কটূক্তি করেছেন। তার অনেক দুর্নীতি আছে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে থলের বেড়াল বেরিয়ে আসবে।

বিমানবন্দর থানার এসআই সাজ্জাদ শাকিল গণমাধ্যমকে জানান, কিছু লোক সড়কে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ হাসান। এরপর তিনি বিমানবন্দরের টার্মিনাল-৩ এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।

সূত্র আরও জানায়, বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ডা. মুরাদ যোগাযোগ করেছেন। তার সঙ্গে কথা বললেও শনিবার দুবাইয়ে সরকারি ছুটি থাকায় ভিসার ব্যবস্থা করতে পারেননি দূতাবাসের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580