মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধারমেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেহেরপুর শহরের বেড়পাড়ায় একটি বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে এগারটার দিকে সদর থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
রাকিবুল ইসলাম বেড়পাড়ার আরমান আলীর ছেলে।
নেশাগ্রস্থ অবস্থায় সে পানির ট্যাংকিতে পড়ে মারা যেতে পারে বলে ধারণা পুলিশের।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, বেড়পাড়ার বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংকিতে রাকিবুলের মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। রাকিবুলের বাড়ি বকুলের বাড়ির পাশেই। শনিবার রাতের কোন এক সময় সে ট্যাংকির পানিতে ডুবে মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।