ঘরোয়া লীগে ক্রিকেট মাঠে গত শুক্রবার (১১ জুন) আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করায় পাঁচ লাখ টাকা জরিমানাসহ তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।
এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বোলিংয়ে কিছুটা জ্বলে উঠলেও ব্যাটিয়ে জ্বলে উঠতে পারেনি সাকিব। সব কিছু মিলিয়ে সাকিবের সময় যেন কোনোভাবেই ভালো কাটছিল না। তাই সময় ভালো কাটানোর জন্য মার্কিন মুল্লুকে রেখে আসা পরিবারের কাছে ফিলে গেলেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
শুক্রবার (১৮ জুন) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব।
পরিবারের কাছে ফিরলে হয়ত স্ত্রী-সন্তানদের সঙ্গে ভালো সময় কাটবে এই অলরাউন্ডারের। এজন্যই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।