নির্বাচন কমিশন গঠন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আগামী ১৭ জানুয়ারি (সোমবার) সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। নতুন ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।