সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :

রেলে ১৫ হাজার নিয়োগ আসছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ পাঠক পড়েছে

দীর্ঘদিনের সব জটিলতা শেষে আগামীতে বাংলাদেশ রেলওয়ে ১৫ হাজার জনবল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জনবল নিয়োগের বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে বলেন, বাংলাদেশ রেলওয়ের শূন্যপদে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, সারাদেশে রেলে ধাপে ধাপে শূন্যপদে জনবল নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে ১৫ হাজার জনবল নিয়োগ দেবে। আগামী ৩ বছরের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে।

রেলের সহকারি স্টেশন মাস্টারের ২৩৫টি পদে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে ২৩৫ জন সহকারি স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এক বছরের মধ্যে ২৫০ জন সহকারী লোকো মাস্টার, ৩০০ জন পয়েন্টম্যান, ৪৫০ জন খালাসি, ৮০০ জন গেটকিপার নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, ২০১২ সালের পর পর্যায়ক্রমে ১৫ হাজার জনবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কমপক্ষে অর্ধশতাধিক মামলা দায়ের করেন চাকরি বঞ্চিতরা। এতে দীর্ঘদিন আটকে থাকে নিয়োগ প্রক্রিয়া।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580