খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বৈশ্বিক মহামারি করোনার ফলে দেশের কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার গত বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করেছিল। এবারও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমি চাই আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা, দিঘলিয়ার কোনো গরীব দুঃখী মানুষ যাতে না খেয়ে থাকে তার জন্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে, ততদিন আমি তাদের পাশে থেকে সাহয্য সহযোগিতা করে যাব।
আজ বৃহস্পতিবার বিকালে রূপসার আইচগাতীর অগ্রদূত মাঠে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে ও খুলনা জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফের বাস্তবায়নে চার শতাধিক গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন,জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, এমপি সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি,খুলনা জেলা শ্রমিকলীগ নেতা এইচ এম রোকন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাশ টাল্টু, মোঃ আলমগীর হোসেন, শ্রমিকলীগ নেতা খোকন হাওলাদার,আজিজুর রহমান আজিজ, আশরাফুল ইসলাম আসাফাত,সোহাগ শেখ,জহির রায়হান, রায়হান বাচ্ছু,লাভলী আক্তার ইভা,শিমুল শেখ,আরজ আলী বিশ্বাস বাবু, শ্রমিকলীগ নেতা বারেক খান,মোঃ সোহেল খান,শেখ আঃ রশিদ,মোঃ শিমুল হোসেন,এস এম রিয়াজ, সাব্বির হোসেন, মোঃ রহুল আমিন গাজী সহ নেতৃবৃন্দ প্রমুখ।