শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সন্ধ্যার মধ্যে লকডাউনের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৪০ পাঠক পড়েছে

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এক সপ্তাহের জন্য (৫ থেকে ১২ এপ্রিল) লকডাউনে যাচ্ছে সরকার।

শনিবার সন্ধ্যায় অথবা রোববার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, লকডাউনের প্রজ্ঞাপন তৈরির বিষয়ে কাজ চলছে। সন্ধ্যা বা কাল সকালের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয়, সেই ধরনের প্রতিষ্ঠানগু‌লো লকডাউন চলাকা‌লে খোলা থাক‌বে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাক‌বে, যা‌তে শ্রমিকরা শিফ‌টিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580