বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :

সরকারের প্রণোদনায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ পাঠক পড়েছে

সরকারের প্রণোদনা কাজে লাগাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা চিন্তা করে সরকার বিভিন প্রকল্প হাতে নিয়েছে। এ সকল প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।

শনিবার নওগাঁর নিয়ামতপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নতজাতের গরু ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, সবার ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। ধর্ম-বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে দেশে সবার সমান অধিকার। শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে।

তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করে সমাজ উন্নয়নে অবদান রাখতে হবে। তাদের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষককে প্রণোদনা দিচ্ছে। দেশে সারের অভাব নেই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। ফলে আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশে খাদ্যের কোনো অভাব নেই।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক উত্তম কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাহাদত প্রমুখ।

পরে খাদ্যমন্ত্রী ১৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগীর মাঝে উন্নত জাতের গরু ও গো-খাদ্য বিতরণ করেন। এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580