পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেছেন, সরকারের সক্ষমতা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। পার্বত্য এলাকার উন্নয়নে এ অঞ্চলের চাহিদার সঙ্গে মিল রেখে প্রকল্প গ্রহণ করা হবে।
শুক্রবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সচিব বলেন, যেকোনো ভবন নির্মাণের সময় প্রতি ফ্লোরে টয়লেটের ব্যবস্থা করতে হবে। এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
তিনি আরো বলেন, পার্বত্য এলাকার উন্নয়নের স্বার্থে মন্ত্রণালয়ের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা, পরামর্শ বা সহযোগিতার ক্ষেত্রে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা থাকবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, সদস্য প্রর্বতক চাকমা, বিপুল ত্রিপুরা, বাদল চন্দ্র দে, প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খীসা, দিপ্তীময় তালুকদার, অংসুইছাইন চৌধুরী, আসমা বেগম, সবির কুমার চাকমা, নিউচিং মারমা, ইলিপন চাকমা, আব্দুর রহিম, রেমলিয়ানা পাংখোয়া প্রমুখ।