সিলেটে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী মৃত্যুর ১৯ ঘণ্টা পর আবারও তিনজনের প্রাণ নিয়েছে ট্রাক। এবারে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক গাড়ি মেরামতের ওয়ার্কশপে প্রবেশ করলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
রোববার রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, দরবস্ত বাজারের প্রবেশমুখে একটি ওয়ার্কশপে মধ্যরাতে গাড়ি মেরামতের কাজ চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক রাস্তার পাশের ওয়ার্কশপে প্রবেশ করে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদের মধ্যে একজন ওয়ার্কশপের মালিক সোহেল আহমদ। অপর দু’জনের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি বলে জানালেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
এর আগে, রোববার ভোর সাড়ে ৬টায় উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়েছিল আরেকটি ট্রাক। এতে দুই শিশু ও নারীসহ পাঁচজনের মৃত্যু হয়; যাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।