চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার শীতলপুরের সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৪৫), নবীর হোসেন (৩০) ও আতিকুর রহমান (২৭)।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্র জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাওয়ার পথে শীতল পুরের সাইনবোর্ড নামক স্থানে উল্টে স্ক্র্যাপ লোহার উপর গিয়ে পড়ে।
এই সময় ট্রাকের উপর থাকা মোট ৯ জন মারাত্মক আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শরিফুল ইসলামকে বারআউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করেন।
আহত অপর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান ও নবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
হতাহতরা সবাই চাল ব্যবসায়ী ও সবার বাড়ি নওগাঁ বলে জানান কুমিরা ফায়ার সার্ভিসের লিডার আতিক হোসেন।