সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

হবিগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩০৫ পাঠক পড়েছে

হবিগঞ্জে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজনের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে জেলার লাখাই উপজেলার গুনিপুর গ্রামের নিকট একটি হাওরে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের হুমায়ুন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল হামিদ (৪২)।

গ্রামবাসীরা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় জালাল মোবাইলে এলাকার লোকজনকে জানালে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের ধরতে বের হন।

অবস্থা বেগতিক দেখে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও হামিদ ও হুমায়ুন হাওরে জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এরা মারা যান।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো হাওর থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ডাকাত দলে ৯/১০জন লোক ছিল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580