দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার পরিবর্তে আরসিসি রাস্তার প্রয়োজন উল্লেখ করে নতুন ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মো. আফতাব উদ্দিন সরকার সভায় অংশগ্রহণ করেন।
এ সময় কমিটির বিগত সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয় এবং খাস জমি বা জমি অধিগ্রহণে উপযুক্ত স্থান নির্বাচন করার সুপারিশ করে কমিটি।
সভায় বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।