ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গ্রেফতার করা হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
শুক্রবার বিকেলে র্যাব-১-এর কার্যালয় থেকে গুলশান থানায় তাকে হস্তান্তর করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৯টায় হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, হরিনের চামড়া, চাকু উদ্ধার করে র্যাব।
সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।